স্টাফ রিপোর্টারঃ
শায়েস্তাগঞ্জ উপজেলা আরডিআরএস এর প্রোগ্রাম ম্যানেজার ফারুক আহমেদকে গোলাপগঞ্জ উপজেলায় বদলি করা হয়েছে। গত (২০ মার্চ) বুধবার আরডিআরএস এর সিনিয়র কো-অর্ডিনেটর মোঃ জিয়াউর রহমানের স্বাক্ষরিত এক পত্রে তাকে বদলি করা হয়।
শুক্রবার এই তথ্য নিশ্চিত করেন আরডিআরএস এর হবিগঞ্জ জেলা প্রোগ্রাম ম্যানেজার মোয়াজ্জেম হোসেন।
এর আগে ১৭ই মার্চ শায়েস্তাগঞ্জ উপজেলায় আরডিআরএস এর বাস্তবায়িত উপানুষ্ঠানিকের আউট অফ স্কুল চিলড্রেন প্রকল্পের অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশ হলে ঠনক নড়ে কর্তৃপক্ষের। এরই জেরে তাকে সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলায় বদলি করা হয়।
উল্লেখ্য, আরডিআরএস এর শায়েস্তাগঞ্জ উপজেলা প্রোগ্রাম ম্যানেজার ফারুক আহমেদের বিরুদ্ধে শিক্ষা সামগ্রী বিক্রি করে দেওয়া , শিক্ষিকাদের সাথে অসদাচরণ, প্রশিক্ষণ ভাতা ও সুপারভাইজার নিয়োগের নামে টাকা আত্মসাৎ সহ নানান অভিযোগ রয়েছে।
এছাড়াও বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি ও জনপ্রতিনিধিদের নাম ভাঙ্গিয়ে প্রভাব বিস্তারের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।