চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি :
হবিগঞ্জের চুনারুঘাটের রেমা কালেঙ্গা অভয়ারণ্যে যথাযোগ্য মযার্দায় আন্তর্জাতিক বন দিবস পালিত হয়েছে। বন দিবস উপলক্ষে বৃহস্পতিবার সকালে রেমা কালেঙ্গা রেষ্ট হাউস হতে অফিস বাজার প্রাঙ্গণে এক র্যালী অনুষ্ঠিত হয়।
উক্ত র্যালী ও আন্তর্জাতিক বন দিবসে উপস্থিত ছিলেন হবিগঞ্জের সহকারী বন সংরক্ষক তারেক রহমান, কালেঙ্গা রেঞ্জ কর্মকর্তা মাসুদুর রহমান, কালেঙ্গা বন বিট অফিসার জুয়েল রানা, চুনারুঘাট উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক ও রাণীগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের জয়েন্ট সেক্রেটারী সাংবাদিক ফারুক মাহমুদ, ইউ/পি সদস্য খলিলুর রহমান, ছনবাড়ী ও রেমা বন বিট অফিসারসহ অন্যান্য বন কর্মকর্তা-কর্মচারী ও সহ-ব্যবস্থাপনা কমিটির নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এতে উপস্থিত ছিলেন।