এফ এম খন্দকার মায়া, চুনারুঘাট :
হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় অবৈধভাবে ফসলি জমি কুঁড়ে বালু মাটি উত্তোলনে প্রশাসনের অভিযানে দু’ব্যক্তি কে এক লক্ষ টাকা জরিমানা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ মার্চ)দুপুরে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুব আলম মাহবুব।সাথে ছিলেন চুনারুঘাট থানা পুলিশের একটি টিম ও প্রশাসনিক কর্মকর্তা বৃন্দ।
উপজেলার ৮নং সাটিয়াজুরী ইউনিয়নের দাঁরাগাও এবং সাটিয়াজুরি নামক স্থানে তিন ফসলা জমিতে অবৈধভাবে বালু মাটি উত্তোলন স্থানগুলোতে অভিযান পরিচালনা করা হয়।
এসময় অবৈধভাবে কৃষি জমি হতে মাটি কাটা এবং ইজারা বহির্ভূত স্থান হতে বালু উত্তোলনের অপরাধে পৃথক দুইটি মামলায় দাঁরাগাও গ্রামের তৈয়ব আলীর পুত্র কাউছার মিয়া (৩৮)ও বাহুবল উপজেলার বার আউলিয়া গ্রামের সিরাজুল ইসলামের পুত্র কবির মিয়া (২৮) কে এক লক্ষ টাকা জরিমানা প্রদান করা হয়।
প্রশাসনের পক্ষ থেকে জনস্বার্থে এধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।