স্টাফ রিপোর্টার :
হবিগঞ্জের চুনারুঘাটে ৫ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।
চুনারুঘাট থানার এসআই অজিত কুমার তালুকদার জানান, বুধবার (২০ মার্চ) সকালে উপজেলার ৩ নম্বর দেওরগাছ ইউপির চান্দপুর লোহার ব্রিজ সংলগ্ন স্থানে থানার পুলিশ অভিযান পরিচালনা করে ৫ কেজি গাঁজাসহ উপজেলার চান্দপুর জোয়ালভাঙ্গা এলাকার কমল গঞ্জুর পুত্র রাজু গঞ্জুকে (২১) আটক করা হয়।
আটকের বিষয়টি নিশ্চিত করে চুনারুঘাট থানার ওসি হিল্লোল রায় বলেন, মাদক ব্যবসায়ী রাজু গঞ্জুর বিরুদ্ধে চুনারুঘাট থানায় মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে বৃহস্পতিবার দুপুরে তাকে হবিগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।