হবিগঞ্জ প্রতিনিধি ॥
হবিগঞ্জ সদরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান চালিয়েছে বিএসটিআই সিলেট বিভাগীয় অফিস।
গতকাল বুধবার হবিগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রনজিৎ চন্দ্র দাসের নেতৃত্বে এই অভিযান চালায় তারা।
এসময় বাসস্ট্যান্ড এলাকায় নিট ওজনে কম দিয়ে পণ্য বিক্রি করায় মেসার্স জয়দ্বীপ মিষ্টান্ন ভান্ডারে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এতে বিএসটিআই সিলেট বিভাগীয় অফিসের কর্মকর্তা মো. আল-আমিন প্রসিকিউটিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করেন।