স্টাফ রিপোর্টার ॥
শায়েস্তাগঞ্জ থেকে ২৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি লেচু মিয়াকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি সিএনজি অটোরিক্সা জব্দ করা হয়। গতকাল মঙ্গলবার দুপুরে হবিগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার আক্তার হোসেন।
তিনি জানান, শায়েস্তাগঞ্জের পুরান বাজার এলাকার একটি হোটেলের সামন থেকে লেচু মিয়াকে হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত লেচু মিয়া বাহুবল উপজেলার বানিয়াগাও গ্রামের ইয়াদুল হোসেনের পুত্র।
পুলিশ সুপার বলেন, মাদক ব্যবসায়ী লেচু মিয়াকে জিজ্ঞাসাবাদে জানা গেছে, সাইফুল ইসলাম সুমন নামে অপর আরেক মাদক কারবারির কাছ থেকে মাদকগুলো ক্রয় করেছে। গ্রেফতারকৃত লেচু মিয়ার বিরুদ্ধে ৮টি মাদক মামলা রয়েছে। সে জেলার বিভিন্ন স্থানে মাদক সরবরাহ করতো। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।