হবিগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জে মূল্যে তালিকায় ঘষামাজা ও পেয়াজের মূল্য বেশি রাখার অপরাধে ৪ জন ব্যবসায়ীকে অর্থদণ্ড করেছে ভ্রম্যামাণ আদালত।
মঙ্গলবার (১৯ মার্চ) বিকালে শহরের চৌধুরী বাজার এলাকায় যৌথভাবে এ অভিযান করে জেলা প্রশাসন ও জেলা কৃষি বিপনন বিভাগ।
এসময় শাপলা এন্টারপ্রাইজে মূল্যে তালিকায় ঘষামাজা করার অপরাধে ১০ হাজার টাকা অর্থদণ্ড করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট। এছাড়া খুচরা পেয়াজ ব্যবসায়ীদেরকে কোন ধরণের ক্যাশ মেমো না দেয়ায় মিঠুন টের্ড্রাস, জনি ষ্টোরসহ ৩ জন পেয়াজের আড়ৎদারকে ৬ হাজার টাকাসহ মোট ১৬হাজার টাকা অর্থদণ্ড করা হয়। এসময় বেশ কয়েকজন ব্যবসায়ী মৌখিকভাবে সর্তক করা হয়।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আসাদুল হকের নেতৃত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. বায়েজিদ সরদার, জেলা কৃষি কর্মকর্তাসহ আইনশৃংখলা বাহিনীর সদস্যরা।