নিজস্ব প্রতিবেদক :
হবিগঞ্জের মাধবপুরে সোনাই নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ বুলবুল আহমেদ হৃদয় (২০) নামের এক যুবকের লাশ ৪ দিন পর নদী থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। সে চৌমুহনী ইউনিয়নের কমলানগর গ্রামের আইয়ুব আলীর ছেলে।
সোমবার (১৮ মার্চ) সকাল আনুমানিক ৮ টায় উপজেলার কমলানগর এলাকার সোনাই নদীতে তার লাশ পাওয়া যায়।
পারিবারিক সূত্রে জানা যায়, বুলবুল আহমেদ গত (১৪ মার্চ) বৃহস্পতিবার দুপুরে বাড়ীর পাশে সোনাই নদীতে মাছ ধরতে যান। এরপর তিনি আর বাড়ী ফিরে আসেননি। এনিয়ে ওইদিন রাতেই মাধবপুর থানায় একটি সাধারণ ডায়রী করা হয়।
সোমবার (১৮ মার্চ) সকালে স্থানীয় লোকজন সোনাই নদীতে ভাসমান অবস্থায় তার লাশ দেখতে পান। পরে পুলিশে খবর দিলে কাসিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম মোস্তুুফা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন।
বিষয়টি নিশ্চিত করে মাধবপুর থানার পুলিশ পরিদর্শক আতিকুর রহমান জানান- আমরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরী করেছি।