শায়েস্তাগঞ্জ সংবাদদাতাঃ
শায়েস্তাগঞ্জে উপানুষ্ঠানিকের ‘আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম’ প্রকল্পে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। কাগজে কলমে প্রতিটি কেন্দ্রে ৩০ জন শিক্ষার্থী দেখালেও বাস্তবে এর অর্ধেক ও নেই। যে কয়জন শিক্ষার্থী আছে তাদের অধিকাংশই আবার পাশ্ববর্তী মাদ্রাসায়, সরকারি প্রাথমিক বিদ্যালয় কিংবা কিন্ডারগার্টেনে পড়াশোনা করে। ঠিকমতো শিক্ষা সামগ্রী বিতরন না করা, অস্তিত্বহীন স্কুলের নামে বিল উত্তোলন সহ নানান অভিযোগ রয়েছে প্রকল্প বাস্তবায়নকারী এনজিও আরডিআরএস এর উপজেলা ম্যানেজারের বিরুদ্ধে। এছাড়াও ঝরে পড়া শিক্ষার্থীদের সংখ্যা নির্ধারনে প্রকল্প এবং সরকারি হিসেবে রয়েছে বিস্তর পার্থক্য। সব মিলিয়ে সরকারের শিক্ষা প্রকল্পের আসল উদ্দেশ্য ভেস্তে যেতে বসেছে।
জানা যায়, ঝরে পড়া ও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য সারাদেশের মতো শায়েস্তাগঞ্জেও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর অধীনে ‘আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম’ হাতে নেয় সরকার। শায়েস্তাগঞ্জ উপজেলায় এই প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব পায় ‘আরডিআরএস’ নামের একটি এনজিও।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের তথ্য মতে, এই উপজেলায় ২০২৩ সালে প্রাথমিকে ঝরে পড়া শিশুর সংখ্যা ছিলো মাত্র ১২ জন।
অথচ উপজেলার ৪৫ টি শিক্ষা প্রতিষ্ঠানে ঝরে পড়া শিক্ষার্থী দেখিয়ে ভর্তি করা হয় ১৩৫০ জন শিশুকে। স্কুলগুলো পরিচিতি পায় ‘শিখন স্কুল’ নামে।
সরকারি হিসাবে ঝরে পড়া শিশুর সংখ্যা এতো কম হলেও কীভাবে এ প্রকল্পের অনুমোদন হয়েছে তা খতিয়ে দেখার দাবি সচেতন মহলের।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের তথ্য আর ‘শিখন স্কুল’ এর তথ্যে গড়মিল নিয়ে অনুসন্ধানে বেরিয়ে আসে ভিন্ন তথ্য। ঝরে পড়া শিশু হিসেবে যাদের ভর্তি করা হয়েছে তাদের বেশিরভাগই পাশ্ববর্তী মাদ্রাসায়, সরকারি প্রাথমিক বিদ্যালয় কিংবা কিন্ডারগার্টেনে পড়াশোনা করে। ভর্তির ক্ষেত্রে ৮ থেকে ১৪ বছরের বয়সসীমা থাকলেও মানা হয়নি সেই নিয়মও। অধিকাংশ শিক্ষার্থীর বয়স ৬ বছরের কম। এছাড়াও কাগজে কলমে প্রতিটি কেন্দ্রে ৩০ জন শিক্ষার্থী দেখালেও বাস্তবে এর অর্ধেক ও নেই।
শায়েস্তাগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আলীর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, “এবছরের তালিকা এখনো আসেনি, তবে ২০২৩ সালে প্রাথমিকের ঝরে পড়া শিক্ষার্থীর সংখ্যা ছিল ১২ জন, ৫ম শ্রেনী পাস করার পর ঝরে পরলে সেগুলো আমাদের হিসেবে থাকেনা।”
এ সময় তিনি আরো জানান, প্রকল্পের লোকজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রানিং শিক্ষার্থীকে ঝরে পড়া দেখিয়ে নিয়ে যাওয়া একাধিক স্টুডেন্টকে তারা ফিরিয়ে এনেছেন।
শিক্ষাদান থেকে শুরু করে সবকিছুইতেই নাজুক অবস্থা ‘শিখন স্কুল’ এর। শিক্ষকরা ক্লাস নেন নিজেদের সুবিধা মতো। বন্ধও রাখেন খেয়াল খুশিমতো।
সরেজমিনে গিয়ে দেখা যায়, পূর্ব দাউদ নগর স্কুলটি তালাবদ্ধ। পুর্ব বাগুনীপাড়া স্কুলে ১০ জন শিক্ষার্থী থাকলেও তাদের সবার বয়স ৪-৬ বছরের মধ্যে। স্কুলের শিক্ষিকা আম্বিয়া খাতুন জানান, ঠিকমতো শিক্ষা উপকরণ এবং উপবৃত্তি না দেওয়ায় এখানের শিক্ষার্থীরা অন্যত্র চলে গেছে।
বিরামচর জগন্নাথপুর স্কুলে ১০ জন শিক্ষার্থী থাকলেও শিক্ষিকাকে ব্যক্তিগত কাজে ব্যস্ত পাওয়া যায় । এই বিদ্যালয়ের একজন শিক্ষার্থী জানায়, সে ১ বছর আগে সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ৫ম শ্রেনী পাস করেছে, বর্তমানে শিখন স্কুলে ৪র্থ শ্রেনীতে পড়ছে। দক্ষিণ বড়চর স্কুলটি দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে বলে একাধিক সুত্র নিশ্চিত করেছে।
এছাড়াও ঐতিহাসিক ৭ ই মার্চ উপলক্ষে শিখন স্কুল সমূহে বিভিন্ন কর্মসূচি পালনের স্পষ্ট নির্দেশনা থাকলেও শায়েস্তাগঞ্জের একটি স্কুলেও তা পালন করা হয়নি।
এসময় একাধিক শিক্ষিকা জানান, তাদের স্কুলে ২৬-৩০ জন তালিকাভুক্ত শিক্ষার্থী থাকলেও এ বছর ১৫ জনের শিক্ষা উপকরণ দেওয়া হয়েছে উপজেলা অফিস থেকে। দেওয়া হয়নি স্কুল ড্রেস এবং ব্যাগ।
এছাড়াও আরডিআরএস এর উপজেলা ম্যানেজার ফারুক আহমেদের বিরুদ্ধে শিক্ষা সামগ্রী বিক্রি করে দেওয়া , শিক্ষিকাদের সাথে অসদাচরণ, প্রশিক্ষণ ভাতা ও সুপারভাইজার নিয়োগের নামে টাকা আত্মসাৎ সহ নানান অভিযোগ রয়েছে।
অভিযোগের বিষয়ে আরডিআরএস’র শায়েস্তাগঞ্জ উপজেলা ম্যানেজার ফারুক আহমেদের কার্যালয়ে একাধিকবার গিয়েও তাকে পাওয়া যায়নি। পরবর্তীতে তার সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তার ব্যবহৃত নাম্বারটি বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে হবিগঞ্জ জেলা উপানুষ্ঠানিক শিক্ষা অফিসের সহকারী পরিচালক বিদ্যুৎ রায় বর্মন বলেন, ‘হবিগঞ্জ জেলার ৪ টি উপজেলায় ২৮০ টি কেন্দ্রে প্রোগ্রাম চলে। আমার অফিসে ১ জন স্টাফ রয়েছে। প্রোগ্রামটি যে এনজিও বাস্তবায়ন করে তারাই মনিটরিং করে থাকে। এরকম যদি পাওয়া যায়, তাহলে বিষয়টি দুঃখজনক। বিষয়টি দেখতে হবে ভালো করে। চারটির মতো চিত্র পুরো ৪৫ টির না, কিছু কিছু কেন্দ্রে সমস্যা থাকতে পারে। বইয়ের ঘাটতি থাকায় সবাইকে দেওয়া যায়নি, বই রিসেন্টলি আসবে। বই আসলে সবাইকে দিতে পারবো।’
একই বিষয়ে শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার মিতা’র সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘বিষয়টি আমি এখন অবগত হলাম, যদি এই ধরনের কোন অভিযোগ পাই তাহলে তদন্ত করে দেখবো।’