শিব্বির আহমদ আরজু, বানিয়াচং থেকে :
সারা দেশের ন্যায় হবিগঞ্জের বানিয়াচংয়ে নানা আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন হয়েছে।
রোববার (১৭ মার্চ) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধুর মুর্যালে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, বানিয়াচং থানা পুলিশ, বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
দিবসটি উপলক্ষে সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মাহবুবুর রহমান এর সভাপতিত্বে ও উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা সুদীপ কুমার দেবের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) মোঃ সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন মাস্টার, অফিসার ইনচার্জ (ওসি) মোঃ দেলোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বিপুল ভুষণ রায়, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আঙ্গুর মিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান মিয়া, বীর মুক্তিযোদ্ধা মোঃ মঞ্জিল মিয়া ও সমাজসেবা কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, ছাত্র-ছাত্রী, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
সভা শেষে কুইজ, উপস্থিত বক্তৃতা, কবিতা আবৃত্তি, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেওয়া হয়।