বাহার উদ্দিন :
হবিগঞ্জের লাখাই উপজেলার মুড়িয়াউক ইউনিয়ন এর মুড়িয়াউক গ্রামে অগ্নিকাণ্ডের ঘটনায় বসতঘর ও গবাদিপশু এবং মালামাল ভস্মীভূত হয়ে ৩ লক্ষাধিক টাকার মতো ক্ষতি সাধন হয়েছে বলে জানা যায়।
স্থানীয়দের মাধ্যমে জানা যায় মুড়িয়াউক গ্রামের পশ্চিম পাড় এর আলগাবাড়ীর আব্দুল কাইয়ুম মিয়া বসতঘরে শুক্রবার (১৫ মার্চ) দিবাগত রাত আনুমানিক ২ ঘটিকায় অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।
এতে ঘরে থাকা ১০ মন চাউল,৭ মন সরিষা,৩ টি গরু, ঘরের অন্যান্য মালামাল সহ ৩ লক্ষাধিক টাকার মতো ক্ষতি সাধন হয়েছে।
স্থানীয়রা আরোও জানান গরুর মশা তাড়ানোর কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা।
এদিকে আগুনের বিষয়টি টের পেয়ে গৃহস্বামী সহ লোকজনের শোরচিতকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা চালিয় আগুন নিয়ন্ত্রণে আনে।