বাহার উদ্দিন :
হবিগঞ্জের লাখাইয়ে বিশ্ব ভোক্তা অধিকার দিবস -২০২৪ উদযাপন উপলক্ষে আলোচনা সভা উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউ,এন,ও) নাহিদা সুলতানা সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
শুক্রবার (১৫ মার্চ) দুপুর ১১ ঘটিকায় উপজেলা প্রশাসন এর আয়োজিত আলোচনা সভা ” স্মার্ট বাংলাদেশ গড়ি,ভোক্তার স্বার্থে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মুশফিউল আলম আজাদ, বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম ও মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম।
সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআান থেকে তেলওয়াত করেন বীরমুক্তিযোদ্ধা তাজুল ইসলাম,পবিত্র গীতা থেকে পাঠ করেন বীরমুক্তিযোদ্ধা কেশব চন্দ্র রায়।
আলোচনায় অংশ নেন লাখাই প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ বাহার উদ্দিন, বামৈ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি শেখ মোহাম্মদ ফরি কেশব চন্দ্র রায়,লাখাই বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মোঃ মজিবুর রহমান, লাখাই প্রেসক্লাব এর সিনিয়র সহসভাপতি এম এ ওয়াহেদ।
সভায় আলোচকবৃন্দ বলেন ক্রেতা, বিক্রেতাসহ আমরা সকলেই প্রকারান্তরে ভোক্তা। ভোক্তা অধিকার সংরক্ষণে সকলের ঐক্য প্রয়াস ও সচেতনতার বিকল্প নেই।
ভোক্তাদের অধিকার সমুন্নত রাখতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমিয়ে আনতে চেষ্টা চালিয়ে যেতে হবে। মানুষের সাথে প্রতারণা ও অযৌক্তিক মূল্য বৃদ্ধি করে মুনাফা হাতিয়ে নেওয়ার মতো হীন মানসিকতা পরিহার করতে হবে। ভোক্তাদের অধিকার সংরক্ষণে ব্যবসায়ী কল্যাণ সমিতির নেতৃবৃন্দের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।নিয়মিত বাজার মনিটরিং জোরদার করার উপর গুরুত্বারোপ করেন আলোচকবৃন্দ।
পূর্বান্হে একটা বর্নাঢ্যর্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা প্রাঙ্গণে এসে সমাপ্ত হয়।