নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জঃ হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির বলেছেন- বর্তমান সরকারের আমলেই শান্তির ধর্ম ইসলাম সহ সকল ধর্মের সার্বিক উন্নয়ন সাধিত হয়েছে। উন্নয়নে বিশ্বাসী আওয়ামীলীগ সরকার সারাদেশের ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়নে ব্যাপক পরিকল্পনা ও কর্মসূচীর বাস্তবায়ন করে যাচ্ছে।
সারাদেশের ন্যায় হবিগঞ্জ তথা লাখাই উন্নয়নের খতিয়ান তুলে তিনি বলেন- লাখাইকে আর অবহেলিত লাখাই বলা হয় না। আগামী ক’বছরের মধ্যে ইনশাল্লাহ লাখাই’র প্রতিটি গ্রাম বিদ্যুতের আওতায় আনা সহ সকল ধরনের উন্নয়নমুলক কর্মকাণ্ড বাস্তবায়ন করা হবে। তিনি উন্নয়নের এই ধারাকে অব্যাহত রাখার আহবান জানান।
শনিবার লাখাই থানা আওয়ামীলীগ ও অঙ্গ সংঠনের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অথিতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিকাল ৪টায় উপজেলার কালাউক উচ্চ বিদ্যালয় মাঠে বামৈ ইউপি চেয়ারম্যান মাহফুজুর রহমান মাহফুজের সভাপতিত্বে এবং লাখাই উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মুশফিউল আলম আজাদের সঞ্চালনায় ইফতার মাহফিল অনুষ্ঠানে অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন ছাত্রলীগ নেতা এনামুল হক মামুন, শাকিল আহম্মেদ, শাহ রেজা উদ্দিন দুলদুল, এডভোকেট খোকন চন্দ্র গোপ সৌরব, হারুনুর রশিদ, আব্দুল আওয়াল ভুইয়া, এডভোকেট মাহফুজুল আলম মাহফুজ, মোতাকাব্বির চৌধুরী, ফজলে এলাহী ফরহাদ, ইউপি চেয়ারম্যান আব্দুল হাই কামাল, আব্দুল মতিন মাস্টার প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলায়াত করেন মাওলানা আব্দুল মান্নান। অনুষ্ঠান শেষে ইফতার পূর্ববর্তী মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়।