বাহার উদ্দিন :
হবিগঞ্জের লাখাই উপজেলার বুল্লা বাজারের সনামধন্য হোমিও চিকিৎসক প্রয়াত ডাঃ ছা আদত আলী এর সহধর্মীনি ও লাখাই উপজেলা প্রেসক্লাব এর সিনিয়র সহসভাপতি, বিশিষ্ট সাংবাদিক হাজী মহসিন সাদেক এর মাতা,উপজেলার পূর্ব বুল্লা গ্রামের রহিমা বেগম (৮৫) বার্ধক্য জনিত রোগভোগে মঙ্গলবার (১২ মার্চ) সকাল ১০-৩০ মিনিটে ইন্তেকাল করেন( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহির রাজিউন।
মৃত্যুকালে ২ পুত্র সন্তান ও ৪ কন্যা সন্তান সহ অসংখ্য আত্মীয় স্বজন,নাতিনাতনি, শুভাকাঙ্ক্ষী ও শুভানুধ্যায়ী রেখে যান।
মরহুমার নামাজে জানাজা বাদ আছর বুল্লা বাজারস্থ শাহ্ বায়েজিদ ( রহঃ) মাজার প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
এতে লাখাই উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মুশফিউল আলম আজাদ, ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম,জনপ্রতিনিধি, সাংবাদিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ সহস্রাধিক মুসল্লীর জানাযায় অংশ গ্রহন করেন।
জানাজা শেষে শাহ্ বায়েজিদ ( রহঃ) মাজার সংলগ্ন গোরস্থানে দাফন করা হয়।
মরহুমার ইন্তেকালে বিভিন্ন ব্যক্তি ও সংগঠন শোক প্রকাশ করেন।
প্রদত্ত শোকবার্তায় তারা মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
যারা শোকবার্তা দিয়েছেন তাঁরা হলেন লাখাই উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মুশফিউল আলম আজাদ, ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, বুল্লা ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান এডভোকেট খোকন চন্দ্র গোপ, করাব ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল কুদ্দুস, জেলা পরিষদ সদস্য মনিরুল আলম জসিম, লাখাই প্রেসক্লাব এর পক্ষে সভাপতি এডভোকেট মোঃ আলী নোয়াজ ও সাধারণ সম্পাদক মোঃ বাহার উদ্দিন, লাখাই রিপোর্টাস ইউনিটির সাধারণ সম্পাদক বিল্লাল আহমেদ, বাংলাদেশ প্রেসক্লাব এর পক্ষে সভাপতি মহিউদ্দিন আহমেদ রিপন ও সাধারণ সম্পাদক শাহীনুর রহমান মোল্লা শাহীন, আদর্শ সাহিত্য পরিষদের পক্ষে সাধারণ সম্পাদক তাফাজ্জল হক, বুল্লাবাজার ব্যকস এর পক্ষে সভাপতি আশিক আহমেদ রাজিব ও সাধারণ সম্পাদক জুনাইদ চৌধুরী,এডভোকেসী নেটওয়ার্ক কমিটির ভাইস চেয়ারপারসন ও লাখাই প্রেসক্লাব এর সিনিয়র সহসভাপতি এম এ ওয়াহেদ, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ফয়জুন্নেসা বেগম, উপজেলা যুবলীগের আহবায়ক ইকরামুল মজিদ চৌধুরী শাকিল,সুশাসনের জন্য নাগরিক সুজন এর পক্ষে সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান সুজন, সাংবাদিক ফোরাম এর সভাপতি সুশীল চন্দ্র দাস,লাখাই উপজেলা অনলাইন প্রেসক্লাবের পক্ষে সাধারণ সম্পাদক সুমন আহমেদ বিজয়।