স্টাফ রিপোর্টার :
আন্তর্জাতিক স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান মেরী স্টোপস বাংলাদেশের ত্রৈমাসিক সমন্বয় ও জেলা এ্যাডভোকেসী ওয়ার্কিং গ্রুপের মিটিং অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে মৌলভীবাজারে স্থানীয় একটি হোটেলে এ মিটিং এর আয়োজন করা হয়।
জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক খন্দকার মোঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে সভায় হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার সদস্যরা অংশগ্রহণ করেন।
এসময় জানানো হয় যে, দুটি জেলার মধ্যে ৩৬টি স্বাস্থ্যসেবা কেন্দ্রে নিরাপদ মাসিক নিয়মিতকরণ কার্যক্রম পাইলটিং হিসাবে কাজ করা হয়েছে। এসময় সেবাদানকারীদের প্রশিক্ষণসহ বিভিন্ন ধরণের সহায়তা প্রদান করা হয়েছে। মাতৃমৃত্যুর অন্যতম কারণ হলো অনিরাপদভাবে মাসিক নিয়মিতকরণ। সুতরাং আগামীর স্মার্ট বাংলাদেশ গঠনে নিরাপদ মাসিক নিয়মিতকরণের লক্ষে মাঠ পর্যায়ে সচেতনতা বৃদ্ধি করতে হবে। নতুবা একটি নতুন প্রজন্ম প্রজনন ক্ষমতা হারিয়ে ফেলব।
তাছাড়া মিটিং এ বেশ কয়েকটি সুপারিশ উত্তাপন করা হয়। সেগুলো হলো- সরকারীভাবে এমআরএম ঔষধ/উপকরণ সরবরাহ নিশ্চিত করা। মাঠ পর্যায়ে এ্যাডভোকেসি বৃদ্ধি করা। সেবাদানকারীদের প্রশিক্ষণ প্রদান করা। ৯ম ও ১০ম শ্রেনীতে এমআরএম বিষয়ে আলোচনা করা। ফার্সেমীর জন্য সুনির্দিষ্ট নির্দেশিকা প্রদান করা।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী পরিচালক ডাঃ বিশ্বজিৎ ভৌমিক, ডাঃ মোঃ আব্দুর রব মোল্লা, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জামাল উদ্দিন, ৭১ টিভির জেলা প্রতিনিধি শাকিল চৌধুরী, মেরী স্টোপস বাংলাদেশের এ্যাডভোকেসী কর্মকর্তা নাজনীন শবনমসহ বিভিন্ন কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ।
এছাড়া টোল ফ্রি নাম্বারে যোগাযোগ করে আরো বিস্তারিত জানার সুযোগ আছে। টোল ফ্রি নাম্বার ০৮০০০২২২৩৩৩।