এফ এম খন্দকার মায়া, চুনারুঘাট :
হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় ফসলি জমির মাটি কাটায় এক ব্যক্তি কে ৭০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (৭ ই মার্চ) সন্ধ্যা ছয় ঘটিকায় বাগবাড়ির নিকট উত্তর বড়াইল নামক স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুব আলম মাহবুব।সার্বিকভাবে সহযোগিতা করেন চুনারুঘাট থানা পুলিশ টিম।
অভিযান পরিচালনাকালে অবৈধভাবে কৃষি জমি হতে মাটি কাটার অপরাধে বড়াইল গ্রামের মকসুদ আলীর পুত্র নোমান মিয়া (৩০) কে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী সত্তর হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
জনস্বার্থে এধরণের অভিযান অব্যাহত থাকবে।