নিজস্ব প্রতিবেদক :
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৯ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে শায়েস্তাগঞ্জ রেলওয়ে পার্কিং মাঠে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিনটি শুভ সূচনা করা হয়।
শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) ফারজানা আক্তার মিতা এর নেতৃত্বে প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
এসময় উপজেলা পরিষদ এর পক্ষে উপজেলার চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, ভাইস চেয়ারম্যান গাজিউর রহমান ইমরান, মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তা ও উপজেলা পরিষদের কর্মকর্তা কর্মচারীবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন।
এছাড়াও বীর মুক্তিযোদ্ধাগণ ,শায়েস্তাগঞ্জ পৌর পরিষদ, শায়েস্তাগঞ্জ থানা, শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা, শায়েস্তাগঞ্জ ডিগ্রী কলেজ, জহুর চান বিবি মহিলা কলেজ, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব, হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি, সহ রাজনৈতিক ব্যক্তিবর্গ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ এবং বিভিন্ন শ্রেণী পেশার সুধীজন উপস্থিত থেকে পুষ্পস্তবক অর্পণ করেন।
পুষ্পস্তবক অর্পণ শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ মুক্তিযুদ্ধকালীন সময়ে শহীদ সকল বীর সেনানীর প্রতি শ্রদ্ধা নিবেদন করে সকলের রুহের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।
পরবর্তীতে বেলা ১১ ঘটিকায় শায়েস্তাগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে সভা কক্ষে অনুষ্ঠিত হয় ৭ই মার্চের তাৎপর্য অনুধাবন করে এক আলোচনা সভা।