চুনারুঘাট প্রতিনিধিঃ
চুনারুঘাটে মাদক মামলার ৩ সাজাপ্রাপ্ত আসামীকে আটক করেছে চুনারুঘাট থানা পুলিশ।
জানা যায়, মঙ্গলবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানার এ এস আই মনির হোসেনের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার ১নং গাজীপুর ইউনিয়নের ছনখলা গ্রামে অভিযান চালিয়ে আব্দুল মজিদের ছেলে রতন মিয়া ও রইছ মিয়া এবং একই গ্রামের জয়নাল মিয়ার ছেলে শফিক মিয়াকে আটক করে।
আটককৃত আসামীদের বিরুদ্ধে মাদক মামলায় প্রত্যেকের ৫ বছরের সশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ের ৩ মাস বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত। চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ হিল্লোল রায় ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন।