এফ এম খন্দকার মায়া, চুনারুঘাট :
হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সার ও কীটনাশক বাজার মনিটরিং অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৪ মার্চ)দিনব্যাপী কৃষি মাঠ,ডিলার ও সার কীটনাশক বাজার পরিদর্শন করেন উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা সজিব হোসেন।
উপজেলার ৫নং শানখলা ইউনিয়নের বোরো মৌসুমে সার কীটনাশক যথাযথ প্রয়োগ ও শানখলা বাজারসহ স্থানীয় অন্নান্য বাজারের অনুমোদিতসহ সার ও কীটনাশকের দোকান পরিদর্শন এবং দণ্ডায়মান মাঠ ফসল পরিদর্শন, বোরো রোপন পরিদর্শন ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন।
এসময় সাথে ছিলেন উপ সহকারী কৃষি কর্মকর্তা ও স্থানীয় সার কীটনাশক ডিলারসহ স্থানীয় ব্যকসের নেতৃবৃন্দ।