দৈনিক শায়েস্তাগঞ্জ ডেস্ক :
“সঠিক তথ্যে ভোটার হবো, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো” এই প্রতিপাদ্যকে সামনে রেখে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।
শনিবার (২ মার্চ) সকাল ১১টায় উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে দিবসটি পালন করা হয়।দিবসটি উপলক্ষে একটি র্যালী অনুষ্ঠিত হয়।
শায়েস্তাগঞ্জ উপজেলা প্রশাসনের হলরুমে নির্বাচন অফিসের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার মিতার সভাপতিত্বে ও উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ ওসমান গনির পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সাধারণ মানুষ যেন হয়রানির শিকার না হয়ে দ্রুততম সময়ে ভোটার হতে পারে সে ব্যাপারে উপজেলা নির্বাচন অফিস কে আহ্বান জানান।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শায়েস্তাগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মুক্তা আক্তার,শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন ভুঁইয়া।
এছাড়াও আরো বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ মশিউর রহমান, মুক্তিযোদ্ধা সুনীল কুমার দেবনাথ, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আব্দুর রকিব, সাধারণ সম্পাদক মইনুল হাসান রতন, রিপোর্টার্স ক্লাবের সভাপতি মামুন চৌধুরী, বিশিষ্ট সাংবাদিক সৈয়দ আশরাফ উদ্দিন মামুন প্রমুখ।