বাহার উদ্দিন, লাখাই থেকে :
হবিগঞ্জের লাখাইয়ে বিশ্বজয়ী হাফেজ বশীর আহমেদ কে নাগরিক সংব র্ধনা দেওয়া হয়েছে।
শুক্রবার (১ মার্চ) ভাদিকারা ইসলামি মাদ্রাসা মাঠে বিকাল ৩ টায় ওলামা ফাউন্ডেশন এর সভাপতি মাওলানা আলী আজম এর সভাপতিত্বে ও দেলোয়ার হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসাবে হবিগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির এমপি, বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মুশফিউল আলম আজাদ।
স্বাগত বক্তব্য রাখেন ভাদিকারা ইসলামিয়া মাদ্রাসার মোহতামিম মাওলানা খায়রুল ইসলাম,উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, হাফেজ মাওলানা সাইদুর রহমান, জিরুন্ডা মানপুর তোফাইলিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ আবু সাইদ মোহাম্মদ জুনাইদ, উপজেলা আওয়ামী লীগ এর সাংগঠনিক সম্পাদক রাসেল আহমেদ, উপজেলা আওয়ামী লীগ এর সহসভাপতি খসরু নোমান, সাবেক চেয়ারম্যান এনামুল হক মামুন, লাখাই ইউনিয়নের চেয়ারম্যান আরিফ আহমেদ রুপন, মোড়াকরি ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাসেম মোল্লা ফয়সাল,।
শুরুতে পবিত্র কোরআান থেকে তেলওয়াত করেন মাদ্রাসা ছাত্র হাফেজ আবু তালহা।
উপজেলা পরিষদ চেয়ারম্যান মুশফিউল আলম আজাদ বলেন আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় লাখাই উপজেলার গর্বিত সন্তান হাফেজ বশীর আহমেদ প্রথম স্থান অর্জন করে আমাদের দেশের সুনাম বয়ে এনেছে। তাঁর এ অর্জনে আমরাও গর্বিত।হাফেজ বশীর এর মতো সন্তান যেন আমাদের ঘরে ঘরে জন্মায় সেই দিকে অভিভাবকদের চেষ্টা চালিয়ে যেতে হবে।
সভায় হাফেজ বশীর আহমেদ এর হাতে সন্মাননা স্মারক তুলে দেন অতিথি বৃন্দ।