শায়েস্তাগঞ্জ প্রতিনিধি :
বিপুল উৎসাহ উদ্দীপনা মধ্য দিয়ে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ অনলাইন প্রেস ক্লাবের বার্ষিক বনভোজন -২০২৪ সম্পন্ন হয়েছে ।
শুক্রবার (১ মার্চ ) শায়েস্তাগঞ্জ উপজেলা অনলাইন প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও বর্তমান সভাপতি সৈয়দ আখলাক উদ্দিন মনসুর এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মোজাম্মেল হক সফিকের পরিচালনায় বনভোজন অনুষ্ঠিত হয় ।
এই আয়োজন ভোর সকালে হাই এক্স গাড়ি যুগে শায়েস্তাগঞ্জ উপজেলার পৌরশহরে প্রদক্ষিণ শেষে চুনারুঘাট উপজেলার রঘুনন্দন পাহাড়ে অবস্থিত সাতছড়ি জাতীয় উদ্যান দিনব্যাপী ভ্রমন করা হয় ।
প্রাকৃতিক অপরূপ সৌন্দর্যে লীলাভূমি বনভোজনে দুপুরে মধ্যাহ্নভোজ ও অনলাইন প্রেস ক্লাবের পক্ষ থেকে ১টি মগ উপহার প্রদান করা হয় ।
উক্ত বনভোজনে প্রথম পূর্বে গণমাধ্যম কর্মীরা মিলন মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট অনলাইন প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও বর্তমান সভাপতি মোঃ আব্দুল মুহিদ চৌধুরী।
বনভোজন মিলন মেলায় সাংবাদিকদের মাঝে ছিলেন শায়েস্তাগঞ্জ অনলাইন প্রেস ক্লাবের সাবেক প্রতিষ্ঠাতা সহ-সভাপতি ও বর্তমান নির্বাহী সদস্য মোঃ হাছান আলী , সহ-সভাপতি সৈয়দ ইকবাল হোসেন , যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ফুল মিয়া , কোষাধ্যক্ষ মোঃ নুরুল ইসলাম বাবুল মিয়া , নির্বাহী সদস্য কাজী মহারাজ মিয়া ।
অনলাইন প্রেস ক্লাবে নতুন সাধারণ সদস্য আমন্ত্রণ অতিথি ছিলেন মোঃ ফারুক খান , মোঃ কদ্দুস মিয়া ( সুতাং বাজার), হীরক আহমেদ প্রমূখ ।