দৈনিক শায়েস্তাগঞ্জ ডেস্ক : হবিগঞ্জ সদর উপজেলার শায়েস্তাগঞ্জ থানাধীন অলিপুরস্থ প্রাণ গ্রুপের হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কে নির্মাণাধীন ৩য় তলা ভবনের ছাদ ধ্বসে পড়েছে। এতে অল্পের জন্য রক্ষা পেয়েছে নির্মাণ শ্রমিকরা।
শনিবার দুপুরে হঠাৎ করে ভবনটির ছাদ ধ্বসে পড়ে। এ সময় শ্রমিকদের মাঝে আতঙ্ক দেখা দেয়। এ ঘটনায় পুরো পার্কজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার পরপরই লোকমূখে গুজব ছড়িয়ে পড়েছিল ধ্বসে পড়া ছাদের নিচে পড়ে নাকি অসংখ্য শ্রমিক মারা গেছে।
এমন খবর পেয়ে পুলিশ ও সাংবাদিকগণ ছুটে যান দুর্ঘটনাস্থলে।
সেখানে সরেজমিনে গিয়ে দেখা যায়- নির্মাণাধীন ভবনের ছাদের আংশিক ধ্বসে পড়েছে। তবে কেউ মারা যায়নি। তবে শুভ নামে এক শ্রমিক আহত হয়েছে। তাকে তাৎক্ষণিক হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়।
শ্রমিকরা সাংবাদিকদের জানান- অল্পের জন্য অনেক নির্মাণ শ্রমিক প্রাণে রক্ষা পেয়েছেন। ধ্বসে পড়া ছাদের নিচে কোনো শ্রমিক আটকা পড়েছে কিনা এ ব্যাপারে নিশ্চিত হওয়া যাবে মালামালগুলো সরানোর পর। ছাদের নিচে লাশ থাকতে পারে এমন ধারণা করছেন স্থানীয়রা।
এ ব্যাপারে প্রাণ গ্রুপের হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কের জেনারেল ম্যানেজার হাসান মোঃ মঞ্জুরুল হক বলেন- এ ঘটনায় কোনো শ্রমিক মারা যায়নি। তবে একজন আহত হয়েছেন। তাকে আমরা চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছি। তিনি আরো জানান, ৩য় তলা ভবনের ১০ বাই ১৫ ফিট ছাদ ধ্বসে পড়েছে। এ ধরনের ঘটনা কেন ঘটল এ প্রশ্নের জবাবে তিনি বলেন- বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক ঠিকাদারের দায়িত্ব পালনকারী এক ব্যক্তি জানান- আমার কোনো শ্রমিক মারা যায়নি। শায়েস্তাগঞ্জ থানার দারোগা মোবারক হোসেন বলেন- আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। আমার ধারণা হয়েছে ১৫০ বাই ৬২ ফিট ছাদ ধ্বসে পড়েছে। এ ব্যাপারে আমরা তদন্ত করছি।