স্টাফ রিপোর্টার :
হবিগঞ্জের মাধবপুরে নির্মাণাধীন আকিজ গ্লাস ফ্যাক্টরির একটি ১০ তলা ভবনের ছাদ থেকে পড়ে গিয়ে আসাদ মিয়া (৩০) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। সে নীলফামারী জেলার ডোমার উপজেলার জালিয়াপাড়া গ্রামের সোলেমান মিয়ার ছেলে।
সোমবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে কাজ করার সময় আসাদ মিয়া আকিজ গ্লাস ফ্যাক্টরির একটি ১০ তলা ভবনের ছাদ থেকে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন। সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে উদ্ধার করা সহকর্মীদেরকে আসাদের ইসিজি করাতে বলেন। পরে ইসিজি না করিয়েই দ্রুত আসাদকে নিয়ে চলে যান সঙ্গের লোকজন। পরে আসাদ মারা যায়।
মাধবপুর থানার উপ পরিদর্শক দ্বীন মোহাম্মদ ছাদ থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যুর ঘটনা নিশ্চিত করেছেন।