শায়েস্তাগঞ্জ প্রতিনিধি :
শায়েস্তাগঞ্জ পৌরসভার বৃহত্তর বিরামচরের তৃণমূল গ্রামবাসীর সমর্থন পেয়েছেন বর্তমান উপজেলার চেয়ারম্যান ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আব্দুর রশিদ তালুকদার ইকবাল।
বুধবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে বয়লার মাঠে বৃহত্তর বিরামচরের সর্বস্তরের নাগরিকবৃন্দ কর্তৃক আয়োজিত নির্বাচনী মতবিনিময় সভায় ওই সমর্থন জানানো হয়।
সমর্থন পেয়ে তিনি বলেন নবগঠিত শায়েস্তাগঞ্জ উপজেলা কে একটি অবকাঠামোগত উপজেলা নির্মাণে আমি কাজ করে যাচ্ছি উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো সুযোগ চাই।
তিনি আরও বলেন- আপনাদের সমর্থন পেয়েছি বলেই আজ থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করলাম।
বিশিষ্ট মুরুব্বী আলহাজ্ব আব্দুল হামিদ তালুকদারের সভাপতিত্বে ও মোঃ শাহজাহান মুরুব্বীর পরিচালনায় সভায় বীর মুক্তিযোদ্ধা, মুরুব্বী, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ, এবং যুবক থেকে তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।