স্টাফ রিপোর্টার:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর আদর্শ লালন করে হবিগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি জমিলা বেগম রাজনীতি করে গেছেন। তিনি ছিলেন আওয়ামী লীগের জন্য নিবেদিত প্রাণ।
টানা চারচার নির্বাচিত সংসদ সদস্য ও হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির গতকাল সন্ধ্যায় জমিলা বেগমের স্মরণে শোকসভা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
জেলা মহিলা আওয়ামী লীগের সহ সভাপতি ইসমত আরা জলির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলেয়া আক্তারের সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় এমপি আবু জাহির আরও বলেন, বয়সের মধ্যে নয়; মানুষ বেঁচে থাকে তঁার কর্মের মধ্য দিয়ে। মরহুম জমিলা বেগমও তঁার কর্মের মধ্য দিয়ে আমাদের মাঝে চিরকাল বেঁচে থাকবেন। এ সময় তিনি মরহুম এই মহিলা আওয়ামী লীগ নেত্রীর আত্মার মাগফিরাত কামনায় সকলের নিকট দোয়া কামনা করেছেন।
শোকসভায় আরও বক্তব্য রাখেন মহিলা আওয়ামী লীগ নেত্রী শাহানারা চৌধুরী, শওকত আরা চৌধুরী, মাধবী চৌধুরী ধরা, শারমিন রহমান খান, শিরিন আক্তার তালুকদার, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা বেগম, মাহুমার মেয়ে ও যুব মহিলা লীগের সভাপতি মেহেরুন নেছা মজু, অ্যাডভোকেট তাহমিনা চৌধুরী, সৈয়দা শরীফা আক্তার কুমকুম প্রমুখ।
পরে মরহুমা জমিলা বেগমের রুহের মাগফিরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। তবারুক বিতরণের মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে।