মোঃ আবদুল হক রেনু,শায়েস্তাগঞ্জ :
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ ডিগ্রী কলেজে নবীনবরণ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরনী ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
২২ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকাল ১১ টায় কলেজের কবি নজরুল ইসলাম মঞ্চে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও শায়েস্তাগঞ্জ ডিগ্রী কলেজের গভর্নিংবডির সভাপতি ফারজনা আক্তার মিতা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির।
বিশেষ অতিথি ছিলেন শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল।
এছাড়া ও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলেজের গভর্নিংবডির সদস্য মোঃ রাহেল মিয়া সরদার, উপজেলা যুবলীগের সভাপতি ফজল উদ্দিন তালুকদার, সাবেক জেলা পরিষদ সদস্য আব্দুল্লাহ সরদার, শায়েস্তাগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মইনুল হাসান রতন,অনুষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি সহকারী অধ্যাপক সুপ্রতীক রায় তালুকদার প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, কলেজের অধ্যক্ষ মোঃ আজিজুল হাছান চৌধুরী।
অনুষ্ঠান মালায় ১ম পর্বে ছিল অতিথি বৃন্দের আসন গ্রহণ, পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, গীতা পাঠ, জাতীয় সংগীত, নবীনদের বরণ, স্বাগত বক্তব্য , ছাত্র/ছাত্রীদের বক্তব্য , সভাপতির বক্তব্য।
২য় পর্বে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন কলেজের প্রভাষক মুক্তাদির সোহেল ও নুরুন্নাহার। ৩য় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।