বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি :
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে বাহুবল উপজেলা প্রশাসনসহ রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিস্তারিত কর্মসূচি পালিত হয়েছে। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
২১ ফেব্রুয়ারী সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার তাহমিলূর রহমানের সভাপতিত্বে ও যূবু উন্নয়ন অফিসার হোসেন শাহের পরিচালনায় অনূষ্টিত সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার ( ভূমি) রুহুল আমিন, বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মশিউর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ডাক্তার আবুল হোসেন, বাহুবল মডেল প্রেসক্লাবের সভাপতি নূরুল ইসলাম নূর,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাষ্টার মখলিছূর রহমান, উপজেলা শিক্ষা অফিসার হাসান মোহাম্মদ জোনাইদ।
এছাড়া বিভিন্ন প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।