বিশেষ প্রতিনিধি :
হবিগঞ্জের বাহুবলের মিরপুর-মহাশয় বাজার সড়কে ব্যবসায়ীকে কুপিয়ে আহত করে দুই লক্ষাধিক টাকা লুটের মামলায় এক দূর্বৃত্তকে গ্রেফতার করেছে র্যাব। রবিবার (১৮ ফেব্রুয়ারী) বিকাল সাড়ে তিনটার দিকে গোপন সূত্রে খবর পেয়ে র্যাব-৯ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল বাহুবল উপজেলার যশপাল প্রকাশিত চারগাও গ্রামে অভিযান চালায়। এ সময় ওই গ্রামের রমিজ আলীর পুত্র আহাদ মিয়া (২৮) কে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য, গত ৪ জানুয়ারি রাত সোয়া ১০টার দিকে দোকান বন্ধ করে স্থানীয় পশ্চিম জয়পুর গ্রামের হাজী আব্দুল মন্নাফের ছেলে মিরপুর বাজারের ধান চাউল ব্যবসায়ী সালাউদ্দিন উল্লেখিত সড়কের মামদনগর গ্রামের পাশে একটি নার্সারীর নিকট পৌঁছামাত্র ডাকাতের কবলে পড়েন। এ সময় ৬/৭ জনের একদল মুখোশধারী ডাকাত ব্যবসায়ীর মোটরসাইকেলের গতিরোধ করে এবং অস্ত্রের মুখে নগদ ২ লাখ ১৩ হাজার টাকা ছিনিয়ে নেয়। এসময় ধস্তাধস্তিককালে ডাকাতরা ওই ব্যবসায়ীকে কুপিয়ে গুরুত্বর আহত করে।
শোর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে ডাকাতরা একটি রামদা, একটি মোবাইল ফোন সেট, একটি জেকেট রেখে পালিয়ে যায়। গুরুত্বর আহত সালাউদ্দিনকে লোকজন উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট ট্রমা সেন্টারে রেফার্ড করেন।
এ ব্যাপারে ৬ জানুয়ারি বাহুবল মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়। এ মামলার অন্যতম আসামি আহাদকে র্যাব গ্রেফতার করে রাতে থানায় সোপর্দ করেছে।