শায়েস্তাগঞ্জ প্রতিনিধি :
ঐতিহ্যবাহী শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয়ে বিনা প্রতিদ্বন্দ্বীতায় ম্যানেজিং কমিটির অভিভাবক প্রতিনিধি নির্বাচিত হয়েছেন। সোমবার (১২ ফেব্রুয়ারি)শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয়ে প্রিজাইডিং অফিসার ও উপজেলা মৎস্য অফিসার কনিক চন্দ্র শর্মা এই ফলাফল ঘোষণা করেন।
উক্ত নির্বাচনে প্রতিটি পদের বিপরীতে একাধিক কোন প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বীতা নির্বাচিত ম্যানেজিং কমিটি অভিভাবক প্রতিনিধি হলেন-জুনায়েদ তালুকদার, জামাল মিয়া ,আলহাজ মিয়া , গনেশ সুত্রধর বিকাশ, সংরক্ষিত মহিলা অভিভাবক প্রতিনিধি আম্বিয়া খাতুন, শিক্ষক প্রতিনিধি মধ্যে মোঃ ইউনুছ আলী, আব্দুল মমিন মোল্লা,সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি মিতা রানী পাল।
স্কুলের প্রধান শিক্ষক হারুনুর রশিদ তালুকদার সদস্য সচিব নির্বাচিত হয়েছেন।