নিজস্ব প্রতিবেদক :
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার নূরপুর গ্রামের বিশিষ্ট মুরুব্বী, বীর মুক্তিযোদ্ধা, অবসরপ্রাপ্ত বিডিআর কর্মকর্তা মীর মো: আবু তাহের এর জানাজা সম্পুর্ন হয়েছে ছিল মুসল্লীদের ঢল।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি ) দুপুর ২ টা ৩০ মিনিটে নূরপুর হাইস্কুল মাঠে জানাজা আগ মুহূর্তে শায়েস্তাগঞ্জ উপজেলা প্রশাসন ও বিজিবি হবিগঞ্জের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়।
বীর মুক্তিযোদ্ধা, অবসরপ্রাপ্ত বিডিআর কর্মকর্তা মীর মো: আবু তাহের এর জানাজা পূর্বে বীর মুক্তিযোদ্ধা স্মরণে স্মৃতিচারণ করেন – হবিগঞ্জ, লাখাই- শায়েস্তাগঞ্জ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির, শায়েস্তাগঞ্জ উপজেলার চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার মিতা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোবারক হোসেন ভুঁইয়া, নূরপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আলমগীর চৌধুরী সহ আরো অনেকেই।
এসময় উপস্থিত ছিলেন,বীর মুক্তিযোদ্ধাগণ,রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধিগণ,স্থানীয় ও বিভিন্ন এলাকা থেকে আগত মুসল্লীগণ।
উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা মীর মো: আবু তাহের( বিডিআর) সোমবার (১২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪ টায় চিকিৎসাধীন অবস্থায় ঢাকার বারডেম হাসপাতালে ইন্তেকাল করেন।
জানাজা শেষে বীর মুক্তিযোদ্ধা কে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।