নবীগঞ্জ প্রতিনিধি :
নবীগঞ্জে নারী ও শিশু নির্যাতন দমন আইন মামলার আসামী রাকিব আলীকে গ্রেপ্তার করেছে নবীগঞ্জ থানা পুলিশ। সোমবার (১২ ফেব্রুয়ারী) ভোর রাতে সিলেটের ওসমানী নগর থানার মোল্লাপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জানাযায়, নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলীর নির্দেশনায় ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির এসআই অনিক পালের নেতৃত্বে একদল পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামি রাকিব আলী নবীগঞ্জ উপজেলার গালিমপুর গ্রামের আব্দুর রশিদের পুত্র।
সোমবার গ্রেপ্তারকৃত আসামীকে হবিগঞ্জ বিজ্ঞ আদালতে হাজির করলে বিজ্ঞ আদালত তার জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী।