শায়েস্তাগঞ্জ প্রতিনিধি :
শায়েস্তাগঞ্জ ইসলামী একাডেমি এন্ড হাই স্কুলের এসএসসি ২০২৪ পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে শায়েস্তাগঞ্জ কল্যাণ ট্রাস্টের সভাপতি মোহাম্মদ খোরশেদ আলীর সভাপতিত্বে ও মোহাম্মদ আব্দুর রকিব এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গাজিউর রহমান ইমরান।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন শায়েস্তাগঞ্জ ইসলামী একাডেমী এন্ড হাই স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ শিক্ষা ও সমাজ কল্যাণ ট্রাস্টের অন্যতম সদস্য ডাক্তার মোহাম্মদ সামসুর রহমান, মোহাম্মদ আব্দুল কবির।
এছাড়া আরো বক্তব্য রাখেন, সিনিয়র শিক্ষিকা মনিরা পারভিন,আবেদা খাতুন, খাইরুন্নেছা, শিক্ষক সাইফুল ইসলাম সবুজ প্রমুখ।