আলমগীর কবির,মাধবপুর থেকে :
হবিগঞ্জে মাধবপুরে নোয়াপাড়া ইউনিয়নের রতনপুর যুবকদের উদ্যোগে রতনপুর ডাবল ফ্রিজ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৯ ফেব্রুয়ারি ) বিকেলে ওই ইউনিয়নের রতনপুর মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে পুরস্কার বিতরণ করেন মাধবপুর- চুনারুঘাট সংসদ সদস্য সৈয়দ সায়েদুল হক সুমন এমপি ।
মাধবপুর উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন নোয়াপাড়া ইউপি চেয়ারম্যান সৈয়দ সোহেল, সাবেক চেয়ারম্যান সৈয়দ জাবেদ, চৌমুহনী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আপন মিয়া, পৌর আওয়ামীলীগের সভাপতি শাহ মোঃ সেলিম, যুগ্ন সাধারণ সম্পাদক আলমগীর হোসেন টিপু,সহ স্থানীয় গন্য মান্য ব্যক্তিবর্গ উপস্তিত ছিলেন।
ফুটবল টুর্নামেন্টে রসুলপুর বাগানকে ২-০ গোলে নোয়াপাড়া বাগান দল পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
বিজয়ী দলকে ডাবল ফ্রিজ পুরস্কার হিসেবে দেয়া হয়েছে।