নবীগঞ্জ প্রতিনিধিঃ
নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের জামারগাঁও- দীঘলবাক সড়কের হান্নান মিয়ার দোকানের সামনে এক চলন্ত সিএনজির ধাক্কায় পথচারী কুরুশ মিয়া (৩২) গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাকে স্থানীয় মেম্বার ফকরু মিয়াসহ স্থানীয় লোকজন ইনাতগঞ্জ উপস্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তৃব্যরত চিকিৎসক সিলেট প্রেরন করেছেন বলে জানাগেছে।
বিলম্বে প্রাপ্ত খবরে জানাযায়, গত ৭ জুলাই সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উল্লেখিত সড়কের হান্নান মিয়ার দোকানের সামনে বেপরোয়া গতিতে আসা একটি সিএনজি (নং হবিগঞ্জ থ-২৯০৯) এর ধাক্কায় একই ইউনিয়নের রাধাপুর গ্রামের রহমত আলীর ছেলে পথচারী কুরুশ মিয়া গুরুতর আহত হয়। তার মাথায় জখম প্রাপ্ত হলে স্থানীয় লোকজন তাকে ইনাতগঞ্জ উপস্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান।