আলমগীর কবির, মাধবপুর থেকে :
হবিগঞ্জে মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের আয়োজনে দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে বিদ্যালয় মাঠে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক সালাউদ্দিন আহমেদ এর পরিচালনায় এক পুরস্কার বিতরনী সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন উক্ত বিদ্যালয়ের পরিচালনা কমিটি সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান।
আরও উপস্থিত ছিলেন ফুল কুলি পৌর কিন্ডার গার্টেন প্রধান শিক্ষক সাইফুল হক মৃধা, উক্ত বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য গিয়াসউদ্দিন,ডা হেলাল মিয়া , হাজী ফিরোজ মিয়া, সাংবাদিক রোকন উদ্দিন লস্কর,প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাব্বির হাসান, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সমাজসেবক কবির খান চৌধুরী,প্রমুখ।
সভায় স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের শিক্ষক আব্দুল কুদ্দুস। সভা শেষে অতিথিবৃন্দ বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।