আলী জাবেদ মান্না, নবীগঞ্জ প্রতিনিধি :
নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের পিরোজপুর গ্রামে গাঁজা সেবনের দায়ে ৫ জন ব্যক্তি কে আটক করে মোবাইল কোর্ট পরিচালনা করেন।
(৭ ফেব্রুয়ারি) বুধবার রাত ৯ টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের পিরোজপুর এলাকা থেকে ৫ জন মাদক সেবনকারীকে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহায়তায় মোবাইল কোর্ট পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শাহিন দেলোয়ার।
এ সময় মাদক সেবন ও সংরক্ষণের দায়ে ৫ জন ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৯ ধারার অপরাধের দায়ে মোবাইল কোর্ট আইন ২০০৯-এর ৭(২) ধারায় দোষী সাব্যস্ত করে ৫ জনকে বিভিন্ন মেয়াদে জেল প্রদান করা হয়।
আটককৃতরা হলেন, ছোট পিরোজপুর মৃত আবদুল জব্বারের পুত্র তাহির উদ্দিন (৫২), বড় পিরোজপুর গ্রামের মৃত আব্দুল মন্নাফের পুত্র বজলু মিয়া (৫০), একই গ্রামের মৃত সুলিম উল্লাহর পুত্র আকুল আহমদ (৪০) ,মৃত তছর মিয়ার পুত্র ছইল মিয়া (৫৩), মৃত্যু আব্দুল ছেলিমের পুত্র চোপান মিয়া (৫৩) কে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়।
আইনশৃঙ্খলা রক্ষা ও প্রসিকিউশন সহায়তা প্রদান করেন ইন্সপেক্টর ফনীভূষণ রায় এর দল। নমুনা রেখে জব্দকৃত গাঁজা বিধি মোতাবেক ধ্বংস করা হয়।বিষয়টির সত্যতা নিশ্চিত করে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন দেলোয়ার জানান, আটককৃতদের বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে।