মোঃ আশিকুর রহমান, আজমিরীগঞ্জ থেকে:
আজমিরীগঞ্জে নিজের হাতের ধারালো অস্ত্র দা দিয়ে নিজেকে কুপিয়ে আত্মহত্যার চেষ্টা করে। এই ঘটনাটি ঘটে
৬ই ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার বিকাল বেলায় আজমিরীগঞ্জ বাজারের বাঁশমহাল এলাকায় । সাথে সাথে সামাজিক যোগাযোগের মাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়ে।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, মঙ্গলবার
শিশু মিয়া উপজেলার শিবপাশা ইউনিয়নের শিবপাশা নতুনবাড়ীর মৃত আইয়ুব আলীর ছেলে
শিশু মিয়া(৪০)।
বিকাল বেলা শিশু মিয়া বাঁশ মহাল এলাকায় গিয়ে একটি দোকানে চা পান করেন। এরপর সেখান থেকে বের হয়ে নিজের হাতে নিজের শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্র দা দিয়ে কুপাতে থাকেন। এসময় আশে পাশের লোকজন তাকে বাধা দিতে গেলে তাদেরকে দা দিয়ে ভয় দেখাতে তাকে।
স্থানীয়রা বিষয়টি পুলিশকে অবগত করলে পুলিশ এসে শিশু মিয়াকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়। আরও জানা যায় শিশু স্ত্রী প্রবাসে থাকেন।
কয়েকদিন যাবত মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলো শিশু মিয়া। কিছুদিন পুর্বে তাকে এক কবিরাজের কাছে চিকিৎসা করায় তার পরিবার। গত তিন চারদিন যাবত তার ভারসাম্যহীনতা বেড়েই চলছিলো।
আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ডালিম আহমেদ যোগাযোগ করলে তিনি বলেন, খবর পেয়ে আমরা তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি। সেখান থেকে তার পরিচয় সনাক্তের পর পরিবারকে খবর দেয়া হয়।