আলী জাবেদ মান্না,নবীগঞ্জ প্রতিনিধি :
নবীগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে নারী ও শিশু নির্যাতন দমন আইন মামলার চার বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী ফয়সল আহমেদ ছিদ্দেকী (৩০) কে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামী হলো উপজেলার রসুলগঞ্জ বাজারের তাজুল ইসলামের পুত্র। (৫ ফেব্রুয়ারী) সোমবার ভোর রাতে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মাসুক আলীর দিকনির্দেশনায় এস আই রাজিব রহমান নেতৃত্বে এ এস আই বদরুল হাসানসহ সঙ্গীয় ফোর্সের বিশেষ অভিযান পরিচালনা করে রসুলগঞ্জ বাজার থেকে তাকে গ্রেফতার করেন।
পুলিশ সূত্র জানায়,গ্রেফতারকৃত ফয়সল ইসলাম ছিদ্দেকী না: শি:-৪৪/১৯,ধারা-না: শি: নি: দমন আইন ২০০০(সং/২০০৩) ১১(গ) এর ৪ বছরের সাজা পরোয়ানাভূক্ত পলাতক আসামী। দীর্ঘদিন যাবৎ সে আত্মগোপনে ছিল।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মাসুক আলী দৈনিক শায়েস্তাগঞ্জকে বলেন, সাজাপ্রাপ্ত পলাতক আসামী মো: ফয়সল ইসলাম ছিদ্দেকী’কে হবিগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।