বিশেষ প্রতিনিধি :
হবিগঞ্জের বাহুবল উপজেলা পরিষদ নির্বাচনের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মাওলানা আনোয়ার হোসেন সালেহী প্রচারণায় সৃষ্টি করেছেন ভিন্ন রকম চমক। সমৃদ্ধ এবং স্মার্ট উপজেলা হিসাবে গড়ে তোলার প্রতিশ্রুতি নিয়ে মাঠে-ঘাটে চষে বেড়াচ্ছেন সম্ভাব্য এ প্রার্থী ।
বাহুবল উপজেলার মিরপুরের ঐতিহ্যবাহী ও সম্ভ্রান্ত পরিবারের সন্তান আনোয়ার হোসাইন সালেহী। সততা এবং ধর্মভীরু একজন ব্যবসায়ী হিসেবে তার পিতার রয়েছে সুনাম।
তিনি মিরপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও বাজার কমিটির সাবেক সভাপতি মরহুম হাজী মকসুদ আলীর সুযোগ্য ছেলে আনোয়ার সালেহী। ছাত্র জীবনে অত্যান্ত মেধাবী হিসেবে আনোয়ার সালেহী কর্মক্ষেত্রেও সফলতার সাক্ষর রেখেছেন সমানতালে। হলি দারুন নাজাত হজ্জ এজেন্সির ব্যবস্তাপনা পরিচালকের দায়িত্ব পালনের পাশাপাশি অসংখ্য সামাজিক সংগঠনের সাথে তিনি জড়িত। ইসলামের একজন প্রচারক ও দায়ী হিসেবে তিনি সারাদেশে ওয়াজ ও তাফসীর মাহফিল করে চলছেন ।
অত্যান্ত নীতি-নৈতিকতা সম্পন্ন ও বিনয়ী স্বভাবের আনোয়ার সালেহী ইতোমধ্যে পিতার নামে গড়ে তোলা আল মকসুদ ফাউন্ডেশনের মাধ্যমে পুরো বাহুবল উপজেলা ব্যাপী ব্যপক কল্যানমুখী কাজের আঞ্জাম দিয়ে যাচ্ছেন। শীতার্তদের মাঝে কম্বল বিতরণ, মসজিদ-মাদ্রাসা এবং ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে দুহাতে বিলিয়ে দিচ্ছেন অর্থিক সহায়তা। অসহায় মানুষের কল্যানে চালিয়ে যাচ্ছেন মানবিক কার্যক্রম।
এছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত তিনি।
ইতিমধ্যে উপজেলা জুড়ে তরুণ এই আলেম আনোয়ার সালেহীর ব্যপক প্রশংসা ছড়িয়ে পড়ছে সর্বত্র । সম্ভবনাময় এই তারুণ আলেমকে নিয়ে বাহুবলবাসীর মাঝে সৃষ্টি হয়েছে ব্যাপক সাড়া।