শেখ মোঃ হারুনুর রশিদ,চুনারুঘাট :
হবিগঞ্জের চুনারুঘাট-মাধবপুরসহ জেলার প্রতিটি উপজেলায় হবে”স্মার্ট ইমপ্লয়মেন্ট ট্রেনিং সেন্টার”।
শনিবার(৩ ফেব্রুয়ারী) চুনারুঘাট পৌরসভায় অবস্থিত ডিসিপি হাই স্কুল মাঠে ল্যাপটপ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এসব কথা বলেন ডাক-টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
আমরা জয়ী,আমরা দুর্বার।স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রযুক্তি হবে হাতিয়ার।এই প্রতিপাদ্যকে ধারণ করে তিনি বলেন,৩কোটি টাকা করে “জয় স্মার্ট ইমপ্লয়মেন্ট ট্রেনিং সেন্টার” অল্পদিনের মধ্যেই শুরু করব।যেটার মাধ্যমে প্রশিক্ষণ ও কর্মসংস্থানের ব্যবস্থা শুরু হবে।পাশাপাশি শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব রয়েছে।পুরো জেলায় ১০০টি কম্পিউটার ল্যাব দেয়া হবে।আমরা অন্ততপক্ষে ১হাজার তরুন-তরুণীকে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ নিশ্চিত করে তাদের কর্মসংস্থান নিশ্চিত করব।
এমপি ব্যারিস্টার সুমনের ভূয়সী প্রশংসা করতে গিয়ে প্রতিমন্ত্রী বলেন,সংসদে ৩০০জন এমপি আছেন।তবে সবাই কী আর ব্যারিস্টার সুমন?ব্যারিস্টার সারা দেশে একজনই।ব্যারিস্টার সুমনের হাত ধরেই চুনারুঘাট থেকেই শুরু হবে দেশ পরিবর্তনের কার্যক্রম।
তিনি বলেন,আমাদের প্রত্যেকটি শেখ রাসেল ডিজিটাল ল্যাবের মাধ্যমে প্রতিটি ইউনিয়নে ১টি করে মডেল সেন্টার তৈরি করব।সেই সকল সেন্টারে সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত স্কুল,কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা তাদের ল্যাবে নিয়মিত কাজ করবে।বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত আমরা শিক্ষিত তরুণীদেরকে ফ্রিল্যান্সিং ট্রেনিং দেব।তাদেরকে সার্ভিস প্রোপাইটর হিসেবে তৈরি করব।সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত ওই সেন্টারে তরুণরা আইটি প্রশিক্ষণ দেবে।
অনুষ্ঠানে উপস্থিত সকল সংসদ সদস্য ও প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী বলেন,চুনারুঘাট-মাধবপুরসহ হবিগঞ্জের সকল তরুণ-তরুণীদের জন্য স্মার্ট কর্মসংস্থানের উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আমি যে অঙ্গীকারগুলো করে গেলাম সেগুলো দ্রুত লিখিত আকারে আমার কাছে প্রেরণ করবেন।আগামী মাসের মধ্যেই আমরা বাস্তবায়নের কাজ শুরু করব।
প্রতিমন্ত্রী এমপি ব্যারিস্টার সুমনের উদ্দেশ্যে বলেন,আমি তো অনেক কিছু দিয়ে গেলাম,বিনিময়ে আপনি আপনার ফুটবল একাডেমির খেলোয়াড়দের নিয়ে আমার চলনবিল এলাকায় গিয়ে একটি খেলা উপহার দিয়ে আসবেন।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক জিলুফা সুলতানা।
কোডার্সট্রাস্ট বাংলাদেশের প্রকল্প ও যোগাযোগের বিভাগীয় প্রধান কাজী তারানা’র সঞ্চলনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির,হবিগঞ্জ-২(বানিয়াচং-আজমীরিগঞ্জ)এর সংসদ সদস্য এডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েল,চুনারুঘাট-মাধবপুর-এর নির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন,পুলিশ সুপার মোঃ আক্তার হোসেন,উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর,উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলিমা রায়হানা,সহকারী কমিশনার (ভূমি) মাহবুব আলম মাহবুব,মোটিভেশনাল স্পীকার সুলাইমান সুখন,থানা অফিসার ইনচার্জ ওসি হিল্লোল রায়,প্রতিমন্ত্রীর সহধর্মিণী আরিফা জেসমিন কণিকা,পৌর মেয়র সাইফুল আলম রুবেল,গায়ক তাশরীফ খান,তৌহিদ আফ্রিদি,সালমান মোক্তাদির,স্থানীয় ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ।
পরে হার পাওয়ার প্রকল্প (Her Power Project) প্রযুক্তির সহায়তায় নারীর ক্ষমতায়ন”প্রকল্পের জেলার ২৬৫জন সদস্যদের মাঝে ১টি করে ল্যাপটপ প্রদান করেন প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
পরিশেষে দুপুর ২টা থেকে সন্ধ্যা পর্যন্ত চলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।অনুষ্ঠানে গান করেন দেশের আলোচিত গায়ক তাশরীফ খান,তৌহিদ আফ্রিদি,সালমান মুক্তদিরসহ আরো অনেকেই।