শিব্বির আহমদ আরজু, বানিয়াচং থেকে :
হবিগঞ্জের বানিয়াচং প্রেসক্লাব সভাপতি ও দৈনিক কালের কন্ঠ পত্রিকার প্রতিনিধি মোশাহেদ মিয়ার মাতা আয়মনা খানম (৭৬) ইন্তেকাল করেছেন।
গতকাল বুধবার বেলা আড়াইটায় দত্তপাড়ার নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেছেন।ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে ২ ছেলে ও ৪ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহি রেখে গেছেন তিনি।
রাত ৮টায় সুরভী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাযার নামাজ শেষে বিবির দরগাহ কবরস্থানে দাফন করা হয়।
মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েল, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী, সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন খান, জেলা আওয়ামীলীগের কৃষিও সমবায় বিষয়ক সম্পাদক আলহাজ্ব রেজাউল মোহিত খান, হবিগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক আবু হাসিব খান পাবেল চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক শরীফ চৌধুরী, বানিয়াচং মডেল প্রেসক্লাব ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মালেক, সাধারণ সম্পাদক মোঃ আব্দাল মিয়া ও সাবেক সাধারণ সম্পাদক শিব্বির আহমদ আরজু।