নিজস্ব প্রতিবেদক :
হবিগঞ্জের মাধবপুরে বিপুল পরিমাণ গাঁজা পাচারকালে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (৩০ জানুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার নির্মলেন্দু চক্রবর্তী এর তত্ত্বাবধানে থানার এসআই সুজন শ্যামের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে মাধবপুর থানাধীন পৌরসভাস্থ নাসিরনগর মূখী মহাসড়কের সংযোগস্থলে একটি ব্যাটারী চালিত অটো রিক্সা হতে ৪০ (চল্লিশ) কেজি নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজাসহ রমজান আলী (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেন।
তিনি মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়নের হাড়িয়া গ্রামের আবেদ আলী পুত্র।
মাধবপুর থানার পরিদর্শক (ওসি) মো. রকিবুল ইসলাম খান সত্যতা নিশ্চিত করে জানান, ধৃত মাদক পাচারকারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।