লাখাই প্রতিনিধি :
হবিগঞ্জের লাখাইয়ে অন্যের মালিকানাধীন ফসলী জমি থেকে এক্সক্যাভেটর এর সাহায্যে মাটি কেটে ট্রাক্টরযোগে বিক্রয় করার অভিযোগ।এ বিষয়ে প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেছে উপজেলার পশ্চিম বুল্লা গ্রামের মানিক মিয়া।
লিখিত অভিযোগ এ জানা যায় মানিক মিয়া সহ এগারো জন মালিকাধীন জমি থেকে উপজেলার তেঘরিয়া গ্রামের তোরাব আলীর পুত্র বাদল মিয়া এক্সক্যাভেটর দ্বারা মাটি কেটে ট্রাক্টরযোগে অন্যত্র বিক্রয় করে চলেছে এবং তাঁকে এ বিষয়ে মাটি কাটতে নিষেধ করা সত্ত্বেও তা মানছেনা।
আরোও জানা যায় এটি মাটি কেটে বাদল তা উচ্চমূল্যে অন্যত্র বিক্রি করে অর্থ আদায় করে আসছে।
লাখাই উপজেলা নির্বাহী অফিসার নিকট লিখিত অভিযোগের প্রেক্ষিতে জানা যায় উপজেলার বুল্লা ইউনিয়নের পশ্চিম বুল্লা গ্রামের ৯ নং ওয়ার্ডের বাসিন্দা আব্দুল হক মুন্সীর ছেলে মোঃ মানিক মিয়ার আমন ধানের জমি থেকে এক্সক্যাভেটর দিয়ে মাটি কেটে ট্রাক্টরযোগে অন্যত্র বিক্রয় করে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে। কৃষি জমি থেকে মাটিকাটা নিষিদ্ধ থাকলেও ১৫,০০০থেকে ১৭,০০০ টাকা প্রতি শতক হিসাবে বিক্রি করছে অসাধু ব্যক্তিরা । এ বিষয়ে উপজেলার ৩নং মুড়িয়াউক ইউ/পি, চেয়ারম্যান, মোঃ নোমান মিয়া অবগত আসেন। তিনি এ বিষয়টি শেষ করে দিবে বলেও অভিযোগ কারীকে বলেছেন ।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থলে গিয়ে কাউকে পাওয়া যায়নি তবে এক্সকেভেটরটি স্থানীয় চেয়ারম্যান এর জিম্মায় দেওয়া হয়েছে তার সাথে যোগাযোগের চেষ্টা করছি আইনগত ব্যবস্থা নেওয়া হবে।