নিজস্ব প্রতিবেদক :
হবিগঞ্জে পেঁয়াজ ও চালের বাজার মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
৩০ জানুয়ারি মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোছা: জিলুফা সুলতানার সভাপতিত্বে ব্যবসায়ী প্রতিনিধিবৃন্দ ও জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল মনসুর, নেজারত ডেপুটি কালেক্টর সহকারী পরিচালক মঈন খান এলিস, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, জেলা বাজার কর্মকর্তা, মার্চেন্ট অ্যাসোসিয়েশন/চেম্বার অফ কমার্স/ব্যাক্স এর নেতৃবৃন্দসহ জেলার ব্যবসায়ীবৃন্দ।
এসময় আসন্ন রমজান মাসকে কেন্দ্র করে কেউ যেন বাজারে দ্রব্যমূল্য অস্থিতিশীল না করতে পারে সেজন্য সকলের সহযোগিতা কামনা করা হয়। পাশাপাশি সর্বদা বাজার মনিটরিং এর মাধ্যমে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার তীব্র অঙ্গীকার ব্যক্ত করা হয়।