বাহার উদ্দিন, লাখাই থেকে :
হবিগঞ্জের লাখাইয়ের স্থানীয় বুল্লাবাজারে আই,এফ,আই,সি ব্যাংক এর হবিগঞ্জ শাখার অধীনে উপশাখার উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুর ১১ ঘটিকায় বুল্লাবাজারস্থ আমিন মার্কেট এর দোতলায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠান হবিগঞ্জ শাখার ব্যবস্থাপক সুদীপ ব্যানার্জি এর সভাপতিত্বে ও শাখার মার্কেটিং ও সেলস অফিসার জাহাঙ্গীর আলম এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলার ৫ নম্বর করাব ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আব্দুল কুদ্দুস।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বুল্লা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি ( ব্যকস) এর সভাপতি আশিক আহমেদ রাজিব, বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল করিম, বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মাসুকুর রহমান মাসুক, বুল্লাবাজার ব্যকস এর সাবেক সভাপতি মোঃ বাদশা মিয়া, সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান আজনু।
আলোচনায় অংশ নেন লাখাই প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ বাহার উদ্দিন, বুল্লাবাজার ব্যকস এর সাবেক সভাপতি জিয়া উদ্দিন মেলু,লাখাই উপজেলা প্রেসক্লাব এর সহসভাপতি মহসিন সাদেক, এনাম আহমেদ, উপশাখার ইনচার্জ এহসানুল মাহবুব, টিএসও সিফাত হাসান প্রমুখ।
এতে আমিন মার্কেটের সত্তাধিকারী আলহাজ্ব সাজিদুর রহমান সহ বুল্লাবাজার এর ব্যবসায়ী ও এলাকার গন্য মান ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে ফিতা কেটে আই,এফআইসি ব্যাংকের বুল্লাবাজার উপশাখার উদ্বোধন করেন উপস্থিত প্রধান অতিথি সহ অতিথি বৃন্দ।