জুয়েল চৌধুরী, হবিগঞ্জঃ হবিগঞ্জ সদর হাসপাতাল এখন প্রেমিক-প্রেমিকাদের অভয়ান্য পরিনত হয়েছে। স্কুল কলেজের ছাত্র/ছাত্রীরা কাস ফাকি দিয়ে হাসপাতালে এসে চুপিসারে প্রেম করে। তারা হাসপাতালটিকে নিরাপদ স্থান হিসেবে বেছে নিয়েছে।
বিশেষ করে হাসপাতালে ২য় তলার দক্ষিণ পুর্ব দিকে লোকবল শুণ্য থাকায় সেখানে বসে আড্ডা গল্প গুজব করে তাকে।
শনিবার দুপুরে দুই প্রেমিক জুটি বাকবিতন্ড ও হাতাহাতি করার সময় সদর থানার এস আই মিজানুর রহমান হাসপাতাল থেকে তাদের আটক করে।
আটককৃতরা হল-পৈল গ্রামের বর্তমানে ৩নং পুল এলাকার বাসিন্দা জামাল মিয়ার কন্যা জে কে এন্ড এইচ কে হাইস্কুলের ১০ শ্রেণীর ছাত্রী জুমা আক্তার চাঁদনী (১৬) ও জালালা বাদ গ্রামের শহিদুল ইসালামের পুত্র হবিগঞ্জ হাইস্কুলের ১০ শ্রেণীর ছাত্র শফিকুল ইসলাম নাঈম (১৮) ।
পুলিশ সুত্রে জানাযায়, এক সপ্তাহ আগে ফেসবুকের মাধ্যমে তাদের মধ্যে প্রেমের সর্ম্পক গড়ে উঠে। প্রেমের টানে দ্জুন দুজনকে কাছে পেতে হাসপাতালে নির্জন স্থানে আসে। আলাপ চারিতার একপর্যায়ে তাদের মধ্যে বাকবিতন্ডা শুরু হয়। এসময় ক্ষিপ্ত হয়ে চাঁদনী নাঈম কে চর থাপ্পর মারে। নাঈম ও তাকে পাল্টা আঘাত করে। দুজনের মাঝে শুরু হয় সাপ বেজির জগড়া।
খবর পেয়ে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়। বিকালে উভয় পক্ষের অবিভাবকরা মুসলেখা দিয়ে তাদের ছাড়িয়ে নিয়ে যায়। এঘটনা নিয়ে এলাকায় রসালো আলোচনার ঝড় বইছে।