শেখ মোঃ হারুনুর রশিদ,চুনারুঘাট :
চুনারুঘাটের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ের (ডিসিপি) প্রাক্তন প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ ইন্তাজ উল্লাহ মৃত্যু বরণ করেছেন।ইন্নালিল্লাহি…রাজিউন।তিনি দীর্ঘদিন যাবত বিভিন্ন রোগে ভোগছিলেন।
রবিবার(২৮ জানুয়ারী) দিবাগত রাত ৭টা ৪০ মিনিটে সিলেট নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।মৃতুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর।
তিনি মিরাশী ইউনিয়নের পাকুড়িয়া গ্রামের বাসিন্দা।শিক্ষকতা জীবনের শুরুতে বিভিন্ন কিন্ডারগার্ডেনে চাকুরী করলেও ১৯২৮ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত ডিসিপি হাই স্কুলে ১৯৬৫ খ্রিস্টাব্দে শিক্ষকতা পেশায় যোগদান করেন তিনি।১৯৭৮ খ্রিস্টাব্দ থেকে ২০০৯ খ্রিস্টাব্দ পর্যন্ত দীর্ঘ ৩২ বছর ডিসিপি হাই স্কুলের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন তিনি।সর্বজন শ্রদ্ধেয়,মানুষ গড়ার কারিগর নামে খ্যাত ইন্তাজ উল্লাহ ছিলেন সকলের প্রিয় ‘ইন্তাজ স্যার’।তাঁর অনেক ছাত্র দেশের অনেক সরকারী দপ্তরের উচ্চ পদস্থ কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন।চুনারুঘাট-মাধবপুরের নবনির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন তাঁর স্কুলের একজন মেধাবী ছাত্র ছিলেন।তিনি মৃত্যুকালে ২পুত্র,১কন্যা-সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
সোমবার(২৯ জানুয়ারী) দুপুর আড়াইটায় ডিসিপি হাই স্কুল মাঠে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়।জানাযায় অংশগ্রহণ করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর,সাবেক চেয়ারম্যান মোঃ আবু তাহের,ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান,পৌর মেয়র সাইফুল আলম রুবেল,সাবেক পৌর নাজিম উদ্দিন সামছু,উপজেলা আওয়ামীলীগ সভাপতি অ্যাডভোকেট এম আকবর হোসেইন জিতু,সাধারন সম্পাদক মোঃ আনোয়ার আলী,উপজেলা বিএনপি সভাপতি সৈয়দ লিয়াকত হাসান,বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ,উপজেলার বিভিন্ন স্কুল-কলেজ,সাদ্রাসার শিক্ষকবৃন্দ,বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দসহহাজারো মুসল্লীয়ান।
তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন চুনারুঘাট-মাধবপুর নির্বাচনী এলাকার সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়।