আলী জাবেদ মান্না,নবীগঞ্জ প্রতিনিধি :
এশিয়া পয়েটস ক্লাব এর উদ্যোগে বাংলা সাহিত্যের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব, নাট্যকার ও প্রহসন রচয়িতা মহা কবি মাইকেল মধুসূদন দত্তের ২০০ তম জন্মবার্ষিকী পালন উপলক্ষে গত (২৭ জানুয়ারি) শনিবার বিকেল ৫টায় রাজধানীর ইনস্টিটিইশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) হল রুমে আলোচনা সভা সম্মাননা প্রদান ও কবিতা আবৃত্তি অনুষ্ঠিত হয়েছে।
এশিয়া পয়েটস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি কবি এ্যাডভোকেট শেখ আবদুল হক চাষী’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক তথ্য সচিব ও বিটিআরসির সাবেক চেয়ারম্যান সৈয়দ মার্গুব মোর্শেদ।
অনুষ্ঠান উদ্বোধন করেন ভাষা সৈনিক ও বীর মুক্তিযোদ্ধা মঞ্জুরুল হক সিকদার। টিমুনী খান রীনো ও কঙ্কনা বিশ্বাস হৃদি’র সঞ্চালনায় প্রধান আলোচকের বক্তব্য রাখেন বাংলাদেশ সাংবাদিক ফোরামের চেয়ারম্যান লায়ন এস, এইচ শিবলী, স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠান সমন্বয়কারী লায়ন এ্যাডভোকেট রবিউল ইসলাম রবি।
উক্ত অনুষ্ঠানে সাংবাদিকতা বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ও সমাজ সেবায় উল্লেখযোগ্য অবদান রাখার জন্য হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের মুনসুরপুর গ্রামের দানশীল পরিবারের সদস্য প্রতিবাদী নেতা ,নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি, ঢাকা প্রেসক্লাবের সদস্য ও দৈনিক আলোকিত সকাল পত্রিকার বিশেষ প্রতিনিধি, ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ও দাতা সদস্য সাংবাদিক আশাহীদ আলী আশা কে এশিয়া পয়েটস ক্লাবের পক্ষ থেকে মহা কবি মাইকেল মধুসূদন দত্ত স্মৃতি সম্মাননা ক্রেষ্ট গ্রহন করেন।