স্টাফ রিপোর্টারঃ
হবিগঞ্জের চুনারুঘাটের দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ইন্তাজ উল্লাহ আর নেই।
আজ রবিবার সন্ধ্যা ৭.৪৫ মিনিটে সিলেটের নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন।
ইন্তাজ উল্লাহ চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নের অন্তর্গত পীরেরগাঁও গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি চুনারুঘাটের দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্বে দীর্ঘদিন ছিলেন। চুনারুঘাট উপজেলার হাজারো সফল মানুষ তাঁর শিক্ষার্থী।
তাঁর জানাযার নামাজ আগামীকাল সোমবার দুপুর ২.৩০ মিনিটের সময় ডিসিপি হাইস্কুল মাঠে অনুষ্টিত হবে। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন হবিগঞ্জ -৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সায়েদুল হক সুমন সহ সর্বস্তরের নেতৃবৃন্দ।